Song: Asha purno holo na
Lalon Giti
আশা পূর্ণ হলো না
আমার মনের বাসনা
ভজন-সাধন করবো বলে
বাঁধি রিপু ছয়জনা
বিধাতা সংসারের রাজা
আমায় করে রাখলেন প্রজা
কর না দিলে দেয় গো সাজা
কারো দোহাই মনে না
বাঞ্ছা করি যুগল পদে
সাধ মিটাবো ওই পদ সেধে
বিধি বৈমুখ হল তাতে
দিলো সংসার যাতনা
পড়ে গেলাম বিধির বামে
আমার ভুল হলো যে মূল সাধনে
ফকির লালন বলে শেষ নিদানে
মুর্শিদ ফেলে যেও না
আরও পড়ুনঃ
0 Comments