Song: Mon tui korli eki itorpona 
Lalon giti

মন তুই করলি একি ইতরপনা
দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা
শুদ্ধরাগে থাকতে যদি
হাতে পেতে অটলনিধি
বলি মন তাই নিরবধি বাগ মানে না
মন তুই করলি একি ইতরপনা
কি বৈদিকে ঘিরলো হৃদয়
হইলো না সুরাগের উদয়
নয়ন থাকিতে সদাই হলি রে কানা
মন তুই করলি একি ইতরপনা
পাপের ধন তোর খেলো সর্পে
জ্ঞানচক্ষু নাই দেখবি কবে
ফকির লালন বলে হিসাব কালে
যাবে রে জানা
মন তুই করলি একি ইতরপনা


আরও পড়ুনঃ