Song: Ei bela tor ghorer khobor
Lalon Giti

এই বেলা তোর ঘরের খবর
জেনে নে রে মন
ঘরের কে বা ঘুমায় কে বা জাগে
কে কারে দেখায় স্বপন
শব্দের ঘরে কে বারাম দেয়
নি:শব্দে কে আছে সদাই
যেদিন হবে মহাপ্রলয়
কে কারে করবে দমন
দেহের গুরু হয় কে বা
শিষ্য হয়ে কে দেয় সেবা
যেদিন তাহা জানতে পাবা
কুলের ঘোর যাবে তখন
যে ঘরামি ঘর বেঁধেছে
কোনখানে সে বসে আছে
সিরাজ সাঁই কয় তাই না বুঝে
দিন তো বয়ে যায় লালন


আরও পড়ুনঃ