Cand dhora fad jano nare mon lyrics (চাঁদ ধরা ফাঁদ জান না রে মন)

Song:Cand dhora fad jano nare mon
Lalon geeti

চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
লেহাজ নাই তোমার নাচানাচি সার
একবার লাফ দিয়ে ধরতে চাও গগন।।
সামান্যে রসের মর্ম পাবে কে
কেবল প্রেমরসের রসিক সে।
সে প্রেম কেমন, কর নিরূপণ
প্রেমের সন্ধি জেনে থাক চেতন।।
ভক্তিপাত্র আগে কর নির্ণয়
মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়।
নইলে হবে না প্রেম উপাসনা
মিছে জল সেচিয়ে হবে মরণ।।
মুক্তিদাতা আছে নয়নের অজান
ভক্তিপাত্র সিঁড়ি দেখ বর্তমান।
মুখে গুরু গুরু বল, সিঁড়ি ধরে চল
সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন

আরও পড়ুনঃ

Gurur doya jare hoy sei jane lyrics (গুরুর দয়া যারে হয় সেই জানে)

Jat gelo jat gelo bole lyrics (জাত গেল জাত গেল বলে)

Ache vaber tala je ghore lyrics (আছে ভাবের তালা যে ঘরে)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url