Ache vaber tala je ghore lyrics (আছে ভাবের তালা যে ঘরে)


Song:Ache vaber tala je ghore 
Lalon Geeti


আছে ভাবের তালা যে ঘরে,

সেই ঘরে সাঁই বাস করে।

ভাব দিয়ে খোল ভাবের তালা
দেখবি সেই অতলের খেলা,
ঘুচে যাবে মনের ঘোলা
থাক গে সে রূপ নিহারে।

ভাবের ঘরে কী মুরতি
ভাবের লন্ঠন ভাবের বাতি,
ভাবের বিভাগ হয় একরতি
ওমনি সে রূপ যায় স’রে।

ভাব নইলে ভক্তিতে কি হয়
ভেবে বুঝে দেখ মনুরায়,
যার যে ভাব সেই জানতে পায়
লালন কয় বিনয় ক’রে।

আরও পড়ুনঃ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url