Coron pai jeno antimkale lyrics (চরণ পাই যেন অন্তিমকালে)
Song : Coron pai jeno antimkale 
Lalon Geeti
চরণ পাই যেন অন্তিমকালে,
দূরে ফেলো না অধম বলে।
সাধনে পাব চরণ তোমার
গুরু সেই ক্ষমতা নাই গো আমার,
দয়াল নাম শুনিয়ে আশায়
চেয়ে আছি অধীন কাঙ্গালে।
জগাই-মাধাই দস্যু ছিল
তোমায় কাধা ফেলে গায়ে মারিল,
তাহে প্রভুর দয়া হলো
দয়া করো সেই হালে আমায়।
ভারত-পুরাণে শুনি
তোমার পতিতপাবন নামের ধ্বনি,
ফকির লালন বলে সত্য জানি
দয়াল আমারে চরণ দিলে।
দূরে ফেলো না অধম বলে।
সাধনে পাব চরণ তোমার
গুরু সেই ক্ষমতা নাই গো আমার,
দয়াল নাম শুনিয়ে আশায়
চেয়ে আছি অধীন কাঙ্গালে।
জগাই-মাধাই দস্যু ছিল
তোমায় কাধা ফেলে গায়ে মারিল,
তাহে প্রভুর দয়া হলো
দয়া করো সেই হালে আমায়।
ভারত-পুরাণে শুনি
তোমার পতিতপাবন নামের ধ্বনি,
ফকির লালন বলে সত্য জানি
দয়াল আমারে চরণ দিলে।
Read More:
 
