Ek fuler mormo jante hoy lyrics (এক ফুলের মর্ম জানতে হয়)

Song :Ek fuler mormo jante hoy
Lalon Giti

এক ফুলের মর্ম জানতে হয়
যে ফুলে অটল বিহারে
শুনতে লাগে বিষম ভয়
ফলে তার অমৃত সুধা
এমন ফুল দুনিয়ায় পয়দা
জানিলে দুর্গতি যায়
দীন-দুনিয়ার মকবুল
যাতে পয়দা দীনের রসুল
সে ফুল তো সামান্য নয়
ফুল ছাড়া নাই গুরুপূজা
দরবেশ সিরাজ সাঁই কয়
এ ভেদ বোঝা
লালন ভেঁড়োর কার্য নয়
ফুলে মধু প্রফুল্লতা
চিরদিন সেই যে ফুল
জন্মপথে ফুলের ধ্বজা


আরও পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url