Bhanga Cycle Lyrics (ভাঙ্গা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়)

Bhangla Cycle Lyrics is a popular song of the Band 'Krishnapaksha'
Bhanga Cycle Lyrics

Bhanga Cycle Song Info

Track: Bhanga Cycle
Band: Krishnapaksha 
Lyrics: Yeasir Arafat Rubel & Mehedy Hasan Arian
Tune : Krishnapaksha
Composition: Krishnapaksha 
Music Arrangement: Jahid Nirob 
Recording Studio: Butter Communications 
Mixing and Mastering: Sumon Parvez

Bhanga Cycle Lyrics

ভাঙ্গা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়
রেলিং বেয়ে উঠে চিঠি দেওয়া যায়,
ভাঙ্গা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়
রেলিং বেয়ে উঠে চিঠি দেওয়া যায়।
এভাবেও, এভাবেও, এভাবেও ভালো থাকা যায়
আহায় আহায় আহায় আহায় আহায় আহায়

শহরের বুকে একটা সমুদ্র চাই
সমুদ্রের পাড়ে বসে গান গেতে চাই,
শহরের বুকে একটা সমুদ্র চাই
সমুদ্রের পাড়ে বসে গান গেতে চাই,
গানের তালে তালে সূর্য ডুবে যায়।
এভাবেও, এভাবেও, এভাবেও ভালো থাকা যায়
আহায় আহায় আহায় আহায় আহায় আহায়

পাহাড়টা থাকে যেন শহরের এক পাশে
পাহাড় বেয়ে কলকলিয়ে ঝর্না মেয়ে হাসে,
পাহাড়টা থাকে যেন শহরের এক পাশে
পাহাড় বেয়ে কলকলিয়ে ঝর্না মেয়ে হাসে,
মেঘেরই ঝাপটা লেগে ভিজবো সারা গায়।
এভাবেও, এভাবেও, এভাবেও ভালো থাকা যায়
আহায় আহায় আহায় আহায় আহায় আহায়

ভাঙ্গা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়
রেলিং বেয়ে উঠে চিঠি দেওয়া যায়,
ভাঙ্গা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়
রেলিং বেয়ে উঠে চিঠি দেওয়া যায়।
এভাবেও, এভাবেও, এভাবেও ভালো থাকা যায়
আহায় আহায় আহায় আহায় আহায় আহায়।

 
Read: Hashimukh Lyrics
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url