Apnar apni fana hole se ved jana jabe lyrics (আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে)

Song:Apnar apni fana hole se ved jana jabe 
Lalon song


আপনার আপনি ফানা হ’লে

সে ভেদ জানা যাবে,

কোন নামে ডাকিলে পরে
হৃদ-আকাশে উদয় হবে।

আরবীতে বলে আল্লাহ
ফারসীতে কয় খোদাতালা,
গড বলেছেন যীশুর চ্যালা
ভিন্ন দেশে ভিন্ন ভাবে।

আল্লাহ-হরি ভজন-পূজন
মানুষের সকলই সৃজন,
আচানক অচেনায় যখন
জ্ঞানেন্দ্রিয় না সম্ভবে।

মনের ভাব প্রকাশিতে
ভাষার সৃষ্টি এ জগতে,
অনামক অধরকে চিনতে
ভাষাবাক্য নাহি পাবে।

আপনার আপনি হ’লে ফানা
দেখা দেবেন সাঁই রাব্বানা,
সিরাজ সাঁই কয় লালন কানা
স্বরূপে রূপ দেখ সংক্ষেপে।

আরও পড়ুনঃ
Amar hoy na re se moner moto mon lyrics (আমার হয় না রে সে)
Amar mon corare kotha pai lyrics ( আমার মনচোরারে কোথা পাই)
Amay ki rakhben gurur corondasi lyrics (আমারে কি রাখবেন গুরু চরণদাসী)
Ami Opar Hoye Bose Achi Lyrics (আমি অপার হয়ে)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url