Song: Muche geche sob 

Lalon Geeti

মুছে গেছে সব, দেনা-পাওনার স্মৃতি।
জিহ্বার ছোঁয়ায়, ধুয়ে গেছে গো,
সেই সে কবের আদর, মুছে গেছে সব।
তবুও তুমি, মাথা উঁচু ক’রে
বারে বারে বলো, তোমায় ভালোবাসি।

অন্তরে তোমার সর্বনাশা হাসি,
অধর্মের খাঁচায়, গুমরে কাঁদে মনপাখি,
আমার, কাঁদে মনপাখি।

ভাঙ্গনের প্রলাপে যত, তোমার দৃষ্টি নদে,
অবিরত বেঁচে রই রক্তস্নাত হয়ে,
আমি রক্তস্নাত হয়ে।

Read more :