Sadhur hate bij ropon lirics (সাধুর হাটে বীজ রোপণ)

Song: Sadhur hate bij ropon
Lalon Gitee


গুরু গো…
সাধুর হাটে বীজ রোপণ
দুইটি পাতা গজায় সৃষ্টির মাঝে,
একটি নিষ্কাম, অন্যটি সকাম
নিষ্কাম থাকে নবপুরে।

সকাম হইলো মোহের কর্ম
দেখা যায় তার স্বধর্ম,
স্বধর্ম আর নিজধর্ম
কোনটি মানবে সাধুর হাটে।

যেদিন নবী রোপণ হইবে
নিজধর্মতে সেই তো মিলবে,
দেহে এলাম বাহির নানা মিলে
শুধু আত্মার ধর্ম বুঝি কি সখী।

সিরাজ সাঁই ফকির ভেবে বলে
আত্মার ধরম সেই রূপেতে,
মানুষ জনের খবর
থাকতে সাধন করো সকলে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url