Sob sristi korlo je jon lyrics (সব সৃষ্টি করল যে জন)

Song : Sob sristi korlo je jon
Lalon Geeti

সব সৃষ্টি করল যে জন
তারে সৃষ্টি কে করেছে,
সৃষ্টিছাড়া কী রূপে সে
সৃষ্টিকর্তা নাম ধরেছে।

সৃষ্টিকর্তা বলছ যারে
লা শরিক হয় কেমন করে,
ভেবে দেখো পূর্বাপরে
সৃষ্টি করলেই শরিক আছে।

চন্দ্র সূর্য যে গড়েছে
তার খবর কে করেছে,
নীরেতে নিরঞ্জন আছে
নীরের জন্ম কে দিয়েছে।

স্বরূপ শক্তি হয় যে জনা
সে জানে তার ঠিক ঠিকানা,
জাহের বাতেন যে জানে না
তার মনেতে প্যাঁচ পড়েছে।

আপনার শক্তির জোরে
নিজশক্তির রূপ প্রকাশ করে,
সিরাজ সাঁই কয় লালন তোরে
নিতান্তই ভূতে পেয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url