Song : Tor Sathe Namlam Re Pothe
Movie : Pap Punno
তোর সাথে নামলাম রে পথে
উথাল পাথাল হিয়া
সখা, উথাল পাতাল হিয়া(2)
মাটিরপরে হাত রাখিলাম
যাস না রে পালাইয়া
সখা, উথাল পাতাল হিয়া
আজ ঝড়াবো অভিমান কাশফুল
তোকে ডাকি ইশারায়
ভুলে হোক কোটি ভুল
আজ লেগেছে আগুন
চল হারাই অজানায়
ফুলে ফুলে ফুলে ফুলে দোলে দোলে
এ হে হে হে হে
তু্ই দখিনা হাওয়া তুই ঢেউ দোলা সুর
তুই শালিকের ডানায় লেগে থাকা যেন
ঝলমলে রোদ্দুর
তুই বৃষ্টি হয়ে আয়
আজ রোদেরা পালাও
তুই ফুল পাতাদের সাথে নিয়ে আমায়
আকড়ে ধরে থাক
আজ ঝড়াবো অভিমান কাশফুল
তোকে ডাকি ইশারায়
ভুলে হোক কোটি ভুল
আজ লেগেছে আগুন
চল হারাই অজানায়
ফুলে ফুলে ফুলে ফুলে ফুলে ফুলে দোলে দোলে
এ হে হে হে হে
Read more :
Ratrir Train Korun Shonkher Moto Lyrics | E Hawa Lyrics (রাত্রির ট্রেন করুন শঙ্খের মতো) - New!
0 Comments