Kotha Koiyo Na Lyrics (কথা কইও না)

Kotha Koiyo Na Details

Song  Name: Kotha Koiyo Na (কথা কইও না) 
Singer Name: Arfan Mredha Shiblu, Aleya Begum
 Lyricist Name:  Hashim Mahmod

Kotha Koiyo Na Lyrics 

বারো মাসে বারো ফুল রেফুইট্টা থাকে ডালে রে
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান

ফুল ফুটেছে
গন্ধে সারা মন
ফুল ফুটেছে
গন্ধে সারা মন
তুমি আমার
কত যে আপন
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না
বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে
কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান

হাউশের পিরিতি
করিলাম আমি
প্রেমই জীবন প্রেমই মরণ
এই তো জানি
পাখি উড়ে গেলে তার
ডানাতে কি ভয়
উড়ে উড়ে যাচ্ছে সবাই
বেদনারই ক্ষয়
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না

ফুল ফুটেছে
গন্ধে সারা মন
ফুল ফুটেছে
গন্ধে সারা মন
তুমি আমার
কত যে আপন
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না
বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে
কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url