-->

Nisha Lagilo Re Lyrics (নিশা লাগিলো রে)

Nisha Lagilo Re Song Info

কথা ও সুরঃ হাসন রাজা
কণ্ঠঃ চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন

Nisha Lagilo Re Lyrics

নিশা লাগিলো রে
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।
নিশা লাগিলো রে
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।

হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে।
নিশা লাগিলো রে
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।
নিশা লাগিলো রে
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।

ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ
ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ
হাসন জানের রূপ দেখি
হাসন জানের রূপ দেখি
জনমের গেলো দুঃখ
লাগিলো রে
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে
নিশা লাগিলো রে
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।

হাসন জানের রূপটা দেখি
ফাল দি ফাল দি উঠে,
হাসন জানের রূপটা দেখি
ফাল দি ফাল দি উঠে,
চিরাবারা হাসন রাজা,
চিরাবারা হাসন রাজা,
বুকের মাঝে ফুটে।
নিশা লাগিলো রে
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে
নিশা লাগিলো রে
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।

হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে।
নিশা লাগিল রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলে রে।
নিশা লাগিল রে
বাঁকা দু'নয়নে নিশা লাগিলে রে।
বাঁকা দু'নয়নে নিশা লাগিলে রে।
বাঁকা দু'নয়নে নিশা লাগিলে রে।