Mon Golbe Na Lyrics (মন গলবে না)

Mon Golbe Na Song Info

Singer : Tasnia Farin
Lyrics : Kabir bakul
Tune & music : Imran mahmudul
Music Programming & Mix master : Imran mahmudul
Video Director: Aga Nahian Ahmed
DOP: Danial Dany
Cinematographer: Shahdat
Editor: Moyed
Production: Foring Films

Mon Golbe Na Lyrics

যেমন সাইবেরিয়ার তুষারপাতে

সবুজ ফসল ফলবে না 

তপ্ত কোন ভর দুপুরে 

চাঁদ কখনো জ্বলবে না 

তেমন তোমার জন্য আমার 

মন কখনো গলবে না 

তোমার জন্য আর কখনো 

আমার এই মন গলবে না। 

তোমার ভালোবাসার মিথ্যে ফাঁদে 

দিয়েছি পা ভুলে 

আজ তোমার হৃদয় থেকে আমার

মন নিয়েছি তুলে 

একই পথে তোমার সাথে 

দু'পা আমার চলবে না 

তপ্ত কোন ভর দুপুরে 

চাঁদ কখনো জ্বলবে না 

তেমন তোমার জন্য আমার 

মন কখনো গলবে না 

তোমার জন্য আর কখনো 

আমার এই মন গলবে না। 


আমি তোমার প্রেমে মশগুল 

বলছি না মিথ্যে এক চুল 

প্রাণ প্রিয়তমা কর ক্ষমা 

হবে না কখনো এই ভুল। 

আমি তোমার প্রেমে মশগুল 

বলছি না মিথ্যে এক চুল 

প্রাণ প্রিয়তমা কর ক্ষমা 

হবে না কখনো এই ভুল। 

তোমার মুখ অভিনয়ের মুখোশ 

খুলে গেছে সেদিন 

অন্য কারো সাথে তোমায় 

দেখেছিলাম যেদিন

তোমায় আমি ভালোবাসি 

আর কাউকে বলবে না 

তোমার জন্য আর কখনো 

আমার এই মন গলবে না

তোমার জন্য আর কখনো 

আমার এই মন গলবে না

তোমার জন্য আর কখনো 

আমার এই মন গলবে না...


আরওঃ দেখেছি রূপ সগরে মনের মানুষ 


Previous Post
No Comment
Add Comment
comment url