Moner Moto Pagol Pelam Na Lyrics

Moner Moto Pagol Pelam Na Lyrics Info

Song : Moner Moto Pagol Pelam Na
Singer: Iman Chakraborty
Composition: Barenya Saha
Lyrics: Somraj Das


Moner Moto Pagol Pelam Na Lyrics

আমি ডুব দিয়েছি,
মন যমুনায়
হয়েছি প্রেমে আনমনা
ও,
আমি মনের মানুষ,
হাজার খুঁজেও
প্রেমের দেখা পেলাম না

এখানে,
নকল প্রেমের কদর বেশী,
আসল পাগল কয়জনা?

মনের মতোন, পাগল আমি পেলাম না;
আমি তাইতে পাগল হোলেম না,
মনের মতো পাগল পেলেম না।

মরেছি ডুব দিয়ে,
ঐ রূপের মোহনায়

জ্বলেছি সেই পিরীতের,
দারুন যন্ত্রণায়

খোঁজে কে ভালোবাসা,
ভবের দুনিয়ায়?

মোহ আর রূপের ফাঁদে,
জীবন চলে যায়

যেদিন রূপের বাঁধন,
যাবে ছিঁড়ে
ও যেদিন রূপের বাঁধন,
যাবে ছিঁড়ে...
সেদিন থাকবে সাথে,
কয়জনা?
থাকবে সাথে কয়জনা?

মনের মতোন, পাগল আমি পেলাম না,
হায় ভোলা মন,
মনের মতো পাগল, আমি পেলাম না।

মনের মতো পাগল, আমি পেলাম না।
মনের মতো পাগল, আমি পেলাম না।

Previous Post
No Comment
Add Comment
comment url