Dulbo Lajuk Phoole Lyrics (দুলবো লাজুক ফুলে)

Dulbo Lajuk Phoole Lyrics Info

🎵 গানের নাম: Dulbo Lajuk Phoole

👩‍🎤 সঙ্গীত / কণ্ঠ: Mahtim Sakib & Atiya Anisha

🎬 থেকে: Noor (Bangla Movie Song)

✍️ গীতিকার: Sohel Doyal

🎼 সুর/সংগীত পরিচালনা: Jahid Nirob 

Dulbo Lajuk Phoole Lyrics

মন তোমাকে চায় ভালোবেসে
মায়া ভরা উষ্ণ আবেশে
আলতো ঠোঁটে প্রেমরই শিহরণ 
দাওনা ছুয়ে ব্যাকুল আমার মন
ভালোবাসার খুনসুটি তে
প্রেমের হওয়ায় তুলে
ছন্দে তালে 
দুজন মিলে দুজন মিলে দুজন
দুলবো লাজুক ফুলে 

লজ্জাবতী তোমার অধরে 
শিক্ত হব কোমল আদরে
থাকবো মিশে চুলের সুবাসে
না জড়িয়ে তোমার পরশে
না জড়িয়ে তোমার পরশে

ভালোবাসার খুনসুটি তে
প্রেমের হওয়ায় তুলে
ছন্দে তালে 
দুজন মিলে দুজন মিলে দুজন
দুলবো লাজুক ফুলে 

রঙবাহারে ফুলেরা যেমন
পাপড়ি মেলে রঙেরা আপন
ভ্রমর সেজে রঙীন ছোঁয়ায় 
আগলে বুকে রাখবো তোমায়

ভালোবাসার খুনসুটি তে
প্রেমের হওয়ায় তুলে
ছন্দে তালে 
দুজন মিলে দুজন মিলে দুজন
দুলবো লাজুক ফুলে।

Previous Post
No Comment
Add Comment
comment url