Shudhu Tumi Song
Shudhu Tumi Song Info
Music Video
Song - Sudhu Tumi || শুধু তুমি
Cast - Snigdhajit Bhowmik & Aditi Singh Bhowmik Vocal - Snigdhajit Bhowmik Composition & Lyrics - Rajat Ghosh
Music Production - Allapp Sardarh
Recording & Mix Master - Allapp Sardarh
Shudhu Tumi Lyrics
হাত ধরে হয়তো কোনোদিনদুজনে হারাবো
যেখানের নেই কোনো ঠিকানা
এমন দেশে যাবো।
হাত ধরে হয়তো কোনোদিন
দুজনে হারাবো
যেখানের নেই কোনো ঠিকানা
এমন দেশে যাবো।
শুধু তুমি থেকো পাশে
যদি সন্ধ্যে নেমেও আসে
শুধু তুমি থেকো পাশে
যদি সন্ধ্যে নেমেও আসে
আমি তোমার বুকে মিশে রবো
আমি তোমার বুকে মিশে রবো।
যে কথা না বলা ছিল
আজ বলতে শুধু দে
মনের রঙ্গে তোর ছবিটা
আঁকতে শুধু দে
নিয়ে কিছু কথা কলি
গান বাঁধবো বলে আজ
ইচ্ছে গুলো উড়ান দিলো
উড়তে তাকে দে।
শুধু তুমি থেকো পাশে
যদি সন্ধ্যে নেমেও আসে
শুধু তুমি থেকো পাশে
যদি সন্ধ্যে নেমেও আসে
আমি তোমার বুকে মিশে রবো
আমি তোমার বুকে মিশে রবো
আমি তোমার বুকে মিশে রবো।
0 Comments