Batase Ful Jhore Jay Ful Info
গানঃ বাতাসে ফুল ঝরে যায় ফুল
ব্যান্ডঃ গান পোকা | Gan Poka
Batase Ful Jhore Jay Ful Lyrics
বাতাসে ফুল ঝরে যায় ফুল (২)
পুষ্প ভালোবেসে আমার (২)
ফুল হয়ে যায় ভুল
বাতাসে ফুল ঝরে যায় ফুল (২)
জীবন যেন পদ্ম পাতায়,
টল-মল জল
রে আহা!
টল-মল জল
ছল ছল শিশির খোঁজে,
ঝরে পরার ছল
রে আহা!
ঝরে পড়ার ছল
পুষ্পে কেন কীটে এত (২)
ফোঁটায় বিষের হুল
ফুল ঝরে যায় ফুল
বাতাসে ফুল ঝরে যায় ফুল (২)
বৃক্ষ মাতাল ঝরা ফুলে,
নেয়না কোন খোঁজ
রে আহা! নেয়না কোন খোঁজ
গোলাপ বকুল সকল কুসুম
হয়রে মাটির ভোজ
রে আহা! হয়রে মাটির ভোজ
ঝরে যাওয়া সব জীবনে (২)
লক্ষ্য বুঝি ভুল
ফুল ঝরে যায় ফুল
বাতাসে ফুল ঝরে যায় ফুল (২)
0 Comments