He Khoniker Otithi Lyrics (হে ক্ষণিকের অতিথি লিরিক্স)
হে ক্ষণিকের অতিথি,
এলে প্রভাতে কারে চাহিয়া
ঝরা শেফালির পথ বাহিয়া
হে ক্ষণিকের অতিথি
কোন্ অমরার বিরহিণীরে চাহনি ফিরে
কার বিষাদের শিশিরনীরে এলে নাহিয়া
হে ক্ষণিকের অতিথি
ওগো অকরুণ, কী মায়া জানো,
মিলনছলে বিরহ আনো।
ওগো অকরুণ, কী মায়া জানো
চলেছ পথিক আলোকযানে আঁধার-পানে
মনভুলানো মোহনতানে গান গাহিয়া
হে ক্ষণিকের অতিথি,
এলে প্রভাতে কারে চাহিয়া
ঝরা শেফালির পথ বাহিয়া
হে ক্ষণিকের অতিথি।
আরও পড়ুনঃ
- তুমি কেমন করে গান করো লিরিক্স
- তুমি রবে নীরবে হৃদয়ে মম লিরিক্স