Jol bine catok morlo lyrics (জল বিনে চাতকে মরলো)

Song : Jol bine catok morlo
Lalon Geeti

ওরে বিধি, হায় রে বিধি
তোর মনে কি ইহাই ছিল,
সমুদ্রকিনারে ব’সে
জল বিনে চাতকে মরলো।

চাতক থাকে মেঘের আশে
মেঘ বারিষে অন্য দেশে,
বলো চাতক বাঁচে কিসে
ওষ্ঠাগত প্রাণ আকুল।

নবঘন বিনে বারি
খায় না চাতক অন্য বারি,
চাতকের প্রতিজ্ঞা ভারী
যায় যদি প্রাণ, সেও তো ভালো।

লালন বলে ওরে রে মন
কই হলো মোর ভজন-সাধন,
বিনে সিরাজ সাঁইজীর চরণ
তাইতে জীবন বৃথা গেল।

Read More:
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url