Manus guru nistha jar lyrics | sorbosadhon sidho hoy tar lyrics (মানুষ গুরু নিষ্ঠা যার |সর্বসাধন সিদ্ধ হয় তার)
Song ; Manus guru nistha jar
Lalon Geeti
মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
সর্বসাধন সিদ্ধ হয় তার।
নদী কিংবা বিল বাওড় খাল
সর্বস্থলে একই এক জল,
একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই
মানুষে মিশিয়া হয় বেদান্তর।
নিরাকারে জ্যোতির্ময় যে
আকার সাকার হইল সে,
দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায়,
কলির যুগে হলেন মানুষ অবতার।
বহু তর্কে দিন বয়ে যায়
বিশ্বাসের ধন নিকটে পায়,
সিরাজ সাঁই ডেকে বলে লালনকে
কুতর্কের দোকান খুলিস নে আর।
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
সর্বসাধন সিদ্ধ হয় তার।
নদী কিংবা বিল বাওড় খাল
সর্বস্থলে একই এক জল,
একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই
মানুষে মিশিয়া হয় বেদান্তর।
নিরাকারে জ্যোতির্ময় যে
আকার সাকার হইল সে,
দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায়,
কলির যুগে হলেন মানুষ অবতার।
বহু তর্কে দিন বয়ে যায়
বিশ্বাসের ধন নিকটে পায়,
সিরাজ সাঁই ডেকে বলে লালনকে
কুতর্কের দোকান খুলিস নে আর।
Read more :
Age kopat maro kamer ghore lyrics ( আগে কপাট মারো কামের ঘরে)
Ajob aynamohol moner govire lyrics (আজব আয়নামহল মণিগভীরে)
Amaey coron chara koro na he doyal hori lyrics (আমায় চরণ ছাড়া কোরো না হে দয়াল হরি)
Amar ghorer cabi porer hate re lyrics (আমার ঘরের চাবি পরের হাতে রে)
Amar ghorkhany ke biraj kore lyrics (আমার এ ঘরখানায় কে বিরাজ করে)