Manus guru nistha jar lyrics | sorbosadhon sidho hoy tar lyrics (মানুষ গুরু নিষ্ঠা যার |সর্বসাধন সিদ্ধ হয় তার)


Song ; Manus guru nistha jar
Lalon Geeti

মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
সর্বসাধন সিদ্ধ হয় তার।

নদী কিংবা বিল বাওড় খাল
সর্বস্থলে একই এক জল,
একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই
মানুষে মিশিয়া হয় বেদান্তর।

নিরাকারে জ্যোতির্ময় যে
আকার সাকার হইল সে,
দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায়,
কলির যুগে হলেন মানুষ অবতার।

বহু তর্কে দিন বয়ে যায়
বিশ্বাসের ধন নিকটে পায়,
সিরাজ সাঁই ডেকে বলে লালনকে
কুতর্কের দোকান খুলিস নে আর।

Read more :
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url