Song :Manus vojle 
Lalon Geeti

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি,
মানুষ ভজলে সোনার মানুষ হবি।

এই মানুষে মানুষ গাথা
গাছে যেমন আলকলতা,
জেনে শুনে মুড়াও মাথা
জাতে উঠবি।

দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে,
মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি।

এই মানুষ ছাড়া মন আমার
দেখ না সব শূন্যকার,
লালন বলে মানুষ আকার
ভজলে তারে পাবি।

Read more :