Manus lukalo kon shohore lyrics (মানুষ লুকালো কোন শহরে)

Song : Manus lukalo kon shohore
Lalon Geeti

এবার মানুষ খুঁজে পাই না তারে
মানুষ লুকা’লো কোন শহরে,
ব্রজে ছেড়ে নদেয় এলো
পূর্বান্তরে খবর ছিল,
নদে’ ছেড়ে কোথায় গেলো
যে জানো সে বলো মোরে।

স্বরূপে সেই রূপ দেখা
যেমন চাঁদের আভা,
অগ্নির মতো থেকে-থেকে
কোথায় কভু মারাম দেয় রে।

কেউ বলে তার নিজ ভজন
ল’য়ে নিজ দেশে গমন,
মনে মনে ভাবে লালন
নিজ দেশ এবার ব’লি কারে।

Read more :
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url