Maya nodi kyamne jabi baiya lyrics (মায়া-নদী ক্যামনে যাবি বাইয়া)

Song :Maya nodi kyamne jabi baiya
Lalon Geeti

মায়া-নদী ক্যামনে যাবি বাইয়া,
রঙ্গীলা দেশের নাইয়া।

বলি ও নাইয়া রে
অষ্ট-ইঞ্চি নদীর তীর,
খাউজ কাঁটা মাপের ঠিক
চার আঙ্গুলে যাওনা পাড়ি দিয়া,
নাইয়া,তুমি বে-হুশিয়ারে পাড়ি দিলে রে
মালামাল সব যাবে হারাইয়া।

ও নাইয়া রে,
সেই না নদীর আঁকেবাঁকে,
কুমির উঠে ঝাঁকে ঝাঁকে
বাগে পেলে ফেলাইবে খাইয়া,
আগে গুরুর কাছে মন্তর লইয়া রে
নাইয়া, তুমি বিবেক-হলুদ গায় মাখিয়া রে,
এবার যাও না সাঁতার দিয়া।

ও নাইয়া রে,
সেই না নদীর হুমার চোটে
পাড় ভাঙ্গিয়া পানি উঠে,
কত সাধের বাগান গেল রে ভাসিয়া
কত মুনি-ঋষি ভাইসা গেল রে নাইয়া,
কত সাধু-গুরু ভাইসা গেল রে
তোর মায়া নদী দিয়া।

বলি ও নাইয়া রে,
ওই না নদীর পিছল ঘাট
ছয় রমনী দেখাই ঠাট,
তাদের রূপ দেখিয়া যাইও না ভুলিয়া
তুমি রূপ দেখিয়া ভুইলা গেলে রে নাইয়া,
মরবে হাবুডুবু খাইয়া।

Read More :
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url