Song : Ami oi coroner dasher joggo noi
Lalon geeti

আমি ওই চরণের দাসের যোগ্য নই

নইলে মোর দশা কি এমন হয়

তুমি নিজগুণে পদার বিন্দু দেন যদি সাঁই দীনবন্ধু
তবেই তরি ভবসিন্ধু নইলে না দেখি উপায়

ভাব জানি নে, প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে
ভাব দিয়ে ভাব নিলে ‘পরে সেই সে রাঙাচরণ পাই

অহল্যা পাষাণী ছিল, চরণধূলায় মানবী হইল
ফকির লালন পথে পড়ে রইল, যা করেন সাঁই দয়াময়

আরও পড়ুনঃ